Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী হচ্ছেন ক্রিস রাইট

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী হচ্ছেন ক্রিস রাইট

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী হচ্ছেন ক্রিস রাইট

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবাশ্ম জ্বালানির প্রবক্তা ও লিবার্টি এনার্জির সিইও ক্রিস রাইটকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিয়েছেন। শনিবার এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। রাইট, যিনি জীবাশ্ম জ্বালানি শিল্পের এক সক্রিয় সমর্থক, যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদন বাড়ানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টার বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

ক্রিস রাইট তেল-গ্যাস শিল্পে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি ডেনভারভিত্তিক প্রতিষ্ঠান লিবার্টি এনার্জির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মতে, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রসারই দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে। রাইটের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও তিনি জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে প্রচুর লেখালেখি করেছেন। তার বিশ্বাস, জ্বালানির সর্বোচ্চ উৎপাদনই যুক্তরাষ্ট্রের শক্তি খাতে চাহিদা পূরণে সহায়ক হবে।

রাইট জলবায়ু সংকটের ধারণাকে অস্বীকার করেন এবং বলেন, "জলবায়ু সংকট বলে কিছু নেই।" তার মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার প্রচেষ্টা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিকর। তিনি ডেমোক্র্যাটদের জলবায়ু নীতিকে সোভিয়েত-শৈলীর সাম্যবাদের সঙ্গে তুলনা করেছেন। রাইটের মতে, বিদ্যুতের উৎপাদন বাড়ানোই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেখানে জীবাশ্ম জ্বালানির ভূমিকা অপরিহার্য।

ডোনাল্ড ট্রাম্পের "সবার আগে আমেরিকা" নীতির অংশ হিসেবে জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রাইট এই নীতির সঙ্গে সম্পূর্ণ একমত। ট্রাম্প চীনের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তি খাতে প্রতিযোগিতা বাড়াতে এবং বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জোর দেওয়া প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া ট্রাম্প প্রশাসনের বিতর্কিত একটি সিদ্ধান্ত। তবে রাইটের নেতৃত্বে জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert